Tuesday, June 7, 2016

মুসলিম শরীফ ( Free Download Muslim Sarif )

আবুল ওয়ালীদ (র.)....বারাআ ইবন আয়িব (রা.) থেকে বর্নিত, তিনি বলেন, নবী [ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সাতটি বিষয়ে আমাদের আদেশ করেছেন এবং সাতটি বিষয়ে আমাদের নিষেধ করেছেন। তিনি আমাদের আদেশ করেছেন- ১.জানাযার অনুগমন করতে ২.অসুস্থ ব্যক্তির খোজ খবর নিতে ৩.দাওয়াত দাতার দাওয়াত কবুল করতে ৪.মাযলুমকে সাহায্য করতে ৫.কসম থেকে দায়মুক্ত করতে ৬.সালামের জওয়াব দিতে ৭.হাচিদাতাকে (ইয়ারহামুকাল্লাহ বলে) খুশী করতে। আর তিনি নিষেধ করেছেন-১.রুপার পাত্র ২.সোনার আংটি ৩.রেশম ৪.দীবাজ ৫.কাসসী (কেস রেশম) ৬.ইসতিবরাক (তসর জাতীয় রেশম) ব্যবহার করতে।'-বুখারী২/জানাযা অধ্যায়[নিষেধকৃত সপ্তম বিষয়টি বুখারীর'সোনার আংটি অনুচ্ছেদে আছে']

Abu Muslim Bangla


মুসলিম শরীফের সংকলক "হযরত আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ নিশাপুরী (রহ)"। তিনি ২০২/২০৬ হিজরীতে ইরানের নিশাপুরে জন্মগ্রহন করেন। ২৬১ হিজরীতে তিনি ইন্তিকাল করেন।

No comments:

Post a Comment