জাকির আব্দুল করিম নায়েক (আরবি: زاكر نايك) (জন্ম: অক্টোবর ১৮, ১৯৬৫) একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন। পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার। তিনি মহারাষ্ট্র থেকে সল্যচিকিৎসা বিষয়ে ডিগ্রি অর্জন করলেও ১৯৯১ সাল থেকে তিনি ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেছেন।[১]
জাকির নায়েক ইসলামি রিসার্চ ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যেটি পিস টিভি পরিচালনা করে থাকে।
ডঃ
জাকির নায়েক বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছেন। তাঁর
শ্রোতাদের মধ্যে সব সম্প্রদায়ের মানুষ সামিল হন। তাঁর উল্লেখযোগ্য বক্তৃতা
পরে বই হিসাবে বেরিয়েছে। বাংলাতে সেগুলি অনুবাদ করেছেন মল্লিক প্রকাশনী
তার ই কিছু বই আপনাদের সাথে শেয়ার করছি
ডাউনলোড করার জন্য জাস্ট ক্লিক করুন
1) বিভিন্ন ধর্মে আল্লাহ সম্পকে ধারণা (concept-of-god-in-major-religion-bangla )
2) ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য (similarities-between-hinduism-and-islam )
6) আল কুরআন ও আধুনিক বিজ্ঞান ( quran-and-modern-science-by-zakir-naik-bangla)
14)
রাসুলের নামাজ
20)
সালাত
21)
ইসলামিক লেবেল
No comments:
Post a Comment