Showing posts with label আমার কবিতা. Show all posts
Showing posts with label আমার কবিতা. Show all posts

Sunday, May 20, 2018

আমার প্রেয়সী, আমার অসচেনক!!

ওগো সুহাসিনী,
তুমিই তো ছিলে আমার অসচেনক,
তুমি শুচিস্মিতা, আর পাগল ছিলেম আমি।

ভেবেছিলেম নিজেকে জেতব্য,
তোমার ইপ্সায় হয়েছিনু মগ্ন,
অনিমেষে তাকিয়ে তোমার পানে।

তুমি তো প্রিয়ংবদা, স্রোতস্বিনী তটিনী,
আমার মনোহারিণী, ভালবাসি তোমায়,
ঠিক আগের মতনই!

২১.০৩.২০১৮
সন্ধ্যাঃ০৬.৫০

Monday, October 19, 2015

ঈদের ছুটি

 ঈদের ছুটি
মোস্তাফিজুর রহমান

স্বপ আমার যাচ্ছে বাড়ি
অনেকটা পথ দিয়ে পাড়ি
কারো সাথে নেই আড়ি
খুশির আজ নেইকো জুড়ি ......
.
.
আসছি মাগো তোমার কোলে
দেখতে ঐ মধুর মুখ
তোমার মুখের পানে চাইলেই
পাই আমি বেহেশতি সুখ .......
.
.
বন্ধুদের সাথে গল্প আড্ডা
অনেক অনেক ফান,
বন্ধু মানেই জীবন তাজা
দেহে থাকা প্রাণ

তুমি ছাড়া আমি

তুমি ছাড়া আমি
মোস্তাফিজুর রহমান


এখন আমার মনটা খারাপ,
তোমায় নিয়েই ভাবছি,
তোমার জন্য নিয়ম করে
একলা থাকা শিখছি!!!
.
শিখে গেছি অনেক কিছু
একটু খানি বাঁকি,
সময় পেলেই মনের মাঝে
তোমার ছবিই আঁকি!!!!

ভালবাসা আর আমার প্রেয়সী

 ভালবাসা আর আমার প্রেয়সী
মোস্তাফিজুর রহমান

ভালবাসা মানে শুধু তোমার কথাই ভাবা
ভালোবাসা মানে তোমার ওই এলোচুলে আমি মাতোয়ারা
ভালবাসা মানে একটু গোপন গোপন খেলা
ভালবাসা মানে শুধু রঙীন স্বপ্নের মেলা !!!
ভালবাসা মানে শুধুই তোমার মুখের হাসি
ভালবাসা মানে জীবন, নতুন সুরের বাঁশি
ভালবাসা মানে তোমার আঁখিপল্লবে একটু খানি ছোঁয়া
ভালবাসা মানে সব সুখ তোমাতেই খুজে পাওয়া !!
ভালবাসা মানে তোমার ওয়েটিং এ আমার কষ্ট পাওয়া
ভালবাসা মানে এক নিমেষেই দুখের হাওয়া লাগা !!!
ভালবাসা মানে বুঝি সুখের নামে কষ্টকে আলিঙ্গন
ভালবাসা মানে হল জীবন শুধুই আড়ম্বর !!!

সেই মেয়েটি

 সেই মেয়েটি
মোস্তাফিজুর রহমান


আমাদের করিম চাচা,
দেখতে বেশ কালো,
কিন্তু তার মনটা নরম
অনেক বেশি ভাল।
তার একটা মেয়ে আছে
নাম রেখেছে আলো,
আলোর মতই উজ্জল সে
দেখতে মাশাল্লাহ ভাল।
আমায় একদিন দাওয়াত দিল
গেলাম চাচার বাড়ি,
বাড়ি গিয়েই দেখতে পেলাম
পিঠা ভর্তি হাড়ি।।।
পিঠা খেলাম, পায়েস খেলাম
খেলাম একটি পান,
একটু পরেই ঘরে দেখলাম,
পরীর মত চাঁন।
চাঁদের মতই সুন্দর সে
গোবড়ে পদ্ম ফুল,
সত্যি আমি দেখছি নাকি
নিজের চোখের ভুল।।।
আমার দিকে তাকিয়ে যখন
মিষ্টি হাসি দিল,
সাথে সাথেই মনটা আমার
নিজের করে নিলো।।।
মনের কথা মনেই রইলো
চলে এলাম ফিরে,
এখন আমি লিখছি বসে
নিজের ছোট্ট নিড়ে।।।।

Sunday, August 23, 2015

Amar kichu Kobita

এখন জানালা দিয়ে
দেখছি আমি বৃষ্টি,
আমার হৃদয় জুড়ে তুমি
আর তোমার সব সৃষ্টি।।।
তুমি যদি থাকতে পাশে
খেতাম ঝালমুড়ি,
আর দুজন মিলে হারিয়ে যেতাম
খেলতাম লুকোচুড়ি।।।।
আমি হতাম চোর
আর তুমি হতে পুলিশ,
তোমার ভালবাসায় সিক্ত আমি
আর হয়ে যেতাম ফুলিশ।।।
আমি তোমার বালিশ tongue emoticon tongue emoticon
আর তুমি কোলবালিশ, tongue emoticon tongue emoticon
মাথাব্যাথা করলে তুমি
করে দিতে মালিশ।।।।