ওগো সুহাসিনী,
তুমিই তো ছিলে আমার অসচেনক,
তুমি শুচিস্মিতা, আর পাগল ছিলেম আমি।
ভেবেছিলেম নিজেকে জেতব্য,
তোমার ইপ্সায় হয়েছিনু মগ্ন,
অনিমেষে তাকিয়ে তোমার পানে।
তুমি তো প্রিয়ংবদা, স্রোতস্বিনী তটিনী,
আমার মনোহারিণী, ভালবাসি তোমায়,
ঠিক আগের মতনই!
২১.০৩.২০১৮
সন্ধ্যাঃ০৬.৫০
তুমিই তো ছিলে আমার অসচেনক,
তুমি শুচিস্মিতা, আর পাগল ছিলেম আমি।
ভেবেছিলেম নিজেকে জেতব্য,
তোমার ইপ্সায় হয়েছিনু মগ্ন,
অনিমেষে তাকিয়ে তোমার পানে।
তুমি তো প্রিয়ংবদা, স্রোতস্বিনী তটিনী,
আমার মনোহারিণী, ভালবাসি তোমায়,
ঠিক আগের মতনই!
২১.০৩.২০১৮
সন্ধ্যাঃ০৬.৫০
BetMGM casino login & withdrawal procedure - JT Hub
ReplyDeleteThe first deposit requirement is a minimum amount 부천 출장샵 of $10 for 나주 출장마사지 the 라이브 스코어 사이트 account and the amount of your bonus 진주 출장샵 is $25. You 여주 출장샵 should be able to receive the bonus for