Saturday, March 18, 2017

বাংলায় পি.এল.সি ( ধারাবাহিক পর্বের তৃতীয় পর্ব )



তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম ।
শুরু করা যাক ।


আচ্ছা আমরা পি.এল.সি শেখা তো শুরু করে দিয়েছি , তো আমরা কি কি শিখছি আর কি কি সামনে শিখব তার একটা ধারণা দিলে কেমন হয় ?
যদিও এটা প্রথম পর্বে দিলে ভাল হত , তারপরও আজকেই দিই…
১) পি.এল.সি কি?
২) কন্ট্রোল কি?
৩) পি.এল.সির ইতিহাস।
৪) পি.এল.সি কেন প্রয়োজন?
৫) পি.এল.সির সাথে রিলে টাইমারের তুলনা।
৬) পি.এল.সি ফাংশন।
৭) পি.এল.সি অপারেটিং সাইকেল।
৮) কিভাবে পি.এল.সি কাজ করে।
৯) পি.এল.সি সিগন্যাল ফ্লো।
১০) ল্যাডার ডায়াগ্রাম।
১২) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
১৩) সিপিউ ডিউটিস।
১৪) ইনপুট এন্ড আউটপুট মডিউল।
১৫) পাওয়ার সাপ্লাই।
১৬) প্রোগ্রামিং এর ধরণ।
১৭) ব্রান্ড নেম অফ পি.এল.সি ।
১৮) সিগন্যালের ধরণ
১৯) নাম্বার সিস্টেমস
এবং আরো আরো আছে যা এখন মনে আসছে না , যখন মনে আসবে তখন বলব ।