এখন জানালা দিয়ে
দেখছি আমি বৃষ্টি,
আমার হৃদয় জুড়ে তুমি
আর তোমার সব সৃষ্টি।।।
তুমি যদি থাকতে পাশে
খেতাম ঝালমুড়ি,
আর দুজন মিলে হারিয়ে যেতাম
খেলতাম লুকোচুড়ি।।।।
আমি হতাম চোর
আর তুমি হতে পুলিশ,
তোমার ভালবাসায় সিক্ত আমি
আর হয়ে যেতাম ফুলিশ।।।
আমি তোমার বালিশ
আর তুমি কোলবালিশ,
মাথাব্যাথা করলে তুমি
করে দিতে মালিশ।।।।
দেখছি আমি বৃষ্টি,
আমার হৃদয় জুড়ে তুমি
আর তোমার সব সৃষ্টি।।।
তুমি যদি থাকতে পাশে
খেতাম ঝালমুড়ি,
আর দুজন মিলে হারিয়ে যেতাম
খেলতাম লুকোচুড়ি।।।।
আমি হতাম চোর
আর তুমি হতে পুলিশ,
তোমার ভালবাসায় সিক্ত আমি
আর হয়ে যেতাম ফুলিশ।।।
আমি তোমার বালিশ
আর তুমি কোলবালিশ,
মাথাব্যাথা করলে তুমি
করে দিতে মালিশ।।।।