Sunday, May 20, 2018

সুখ ও সফলতা

দেখতে দেখতে চাকুরীজীবনের
পঞ্চম বছরের প্রথম মাস ও চলে যাচ্ছে।

এত দ্রুত সময়গুলো চলে যাচ্ছে, যেন সবকিছু স্বপ্ন আর দুঃস্বপ্নের মত!!

ব্যর্থতা আর সফলতার সংঙ্গা এখন বড্ড বেশি ধোয়াশা আমার কাছে।

আমার চেয়ে কম সময়ে অনেকে আমার চেয়ে দ্বিগুন/তিনগুন বেতনের চাকুরী করছে,
কেউ কেউ কর্পোরেট অফিসের বড় স্যার হয়ে বসে আছে।

আবার কিছু বন্ধু দেখছি সারাজীবন সুখের জন্য,
সরকারি চাকুরীর জন্য ৪ বছর ধরে নিরলশ পরিশ্রম করে যাচ্ছে;
এরই মধ্যেই দু-একজন আবার ৩৫ তম তে ক্যাডার হয়ে বসে আছে।
কেউ কেউ ৩৮ তম তেও হয়ে যাবে!

আবার কেউ কেউ ঠান্ডার দেশে গিয়ে, উন্নত দেশে গিয়ে সুখে থাকার চেক ইন দেয়, আর ইনবক্সে বলে দেশই ভাল, ঢেড় ভাল।

সফলতা আর আপেক্ষিকতা যেন মাঝে মাঝে আক্ষেপ হয়ে ফিরে আসে!
টাইম ইজ ফাস্ট ফ্লাইয়িং!

এখানে জীবনের সংঙ্গা আর সফলতার সংঙ্গা পরিবর্তন হয় খুব দ্রুত।।।
কেউ সিদ্ধান্ত নিয়ে ভেবে বসে হয়ত ভুল সিদ্ধান্ত নিয়েছে, কেউ আবার সিদ্ধান্তহীনতায় ভুগে অনেকটা সময়!!

এখানে কেউ সুখ খোঁজে, কেউ টাকা খোঁজে,
কেউ টাকা দিয়ে সুখ খোঁজে, কেউ টাকার জন্য সুখ হারায়!

পৃথিবীতে একমাত্র সত্যই মৃত্যু,
প্রতিটা দিন পার করে আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে,
ঠিক যেন আমরা এক একজন মুসাফির।
পৃথিবীতে এসেছি সর্বোচ্চ ৬০/৭০ বছরের ভ্রমণে, এই ভ্রমণের সঙ্গী হবে কেউ কেউ কখনো কখনো, আবার চলে যাবে,
কেউ আগে, কেউ পরে।।।

কি হবে এত জীবনের সঙ্গা খুঁজে, সফলতার সংঙ্গা খুঁজে, অন্যের সাথে নিজের তুলনা করে নিজের সুখ নষ্ট করে।

তার চেয়ে বরং অল্পে তুষ্ট থেকে, সুখ খুঁজে তাকে কাছে করে নেয়া, আল্লাহর প্রতি সবকিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা,
মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দেয়ায় হোক না জীবনের ব্রত!!!

No comments:

Post a Comment