Sunday, May 20, 2018

পরিসংখ্যান

পরিসংখ্যান শব্দটা আমার কাছে অত্যন্ত হাস্যকর একটা শব্দ শোনায়।
এর দ্বারা অনেক সময় মিথ্যাকে সত্যকে রুপান্তরও করা হয় বলে আমি মনে করি। আবার কঠিন সত্যও মিথ্যা হয়ে যায়।

এই যেমন,
১ জন লোকের মাসিক বেতন ৫ লাখ টাকা,
আর ১ জনের ২০ হাজার টাকা;
২ জনের গড় বেতন লাখ টাকার ওপরে।
এবং পরিসংখ্যানেও গড় বেতন থাকবে লাখ টাকার ওপরে।
আবার ১ জন মানুষের শরীরের নিচের অংশ রাখা আছে (-৫০ ডিগ্রি সেলসিয়াসে)
আর ওপরের অর্ধেক রাখা আছে (+৭০ ডিগ্রি সেলসিয়াসে), অর্থাৎ মানুষটা এখন স্বাভাবিক +২০ ডিগ্রি সেলসিয়াসে আরামে আছে।

অথচ বাস্তবে দেখা যাবে লোকটা ঠান্ডা আর গরমে ইতোমধ্যে হয়তবা মারা পড়েছে।

আবার বলা হয়ে থাকে,
বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে।
যেটা পরিসংখ্যান এ বলা হচ্ছে।

অথচ আমরা যদি আশেপাশে তাকাই, দেখা যাবে আগে দাদা/নানা রা ৭০/৮০ বছর বয়সে মারা যেত, এখন অনেকে ৫০ এর আগেই মারা যাচ্ছে। ৬০/৬৫ মাশাআল্লাহ্।

পরে হিসেব করে দেখা গেল,
আগে জন্মের সময় মৃত্যুহার অনেক বেশি ছিল তাই গড় আয়ু হয়ে যাচ্ছিল কম,
এখন শিশুমৃত্যুহার অনেক কমে গেছে তাই গড় আয়ু বেড়ে গেছে....

এইজন্যই বোধহয় রসিকজনরা বলে থাকে

মিথ্যা তিন প্রকার-
সাধারণ মিথ্যা,
ডাহা মিথ্যা, ও
পরিসংখ্যান।।। :) :)

No comments:

Post a Comment