Monday, October 27, 2014

Winrar Full registred

Winrar Full Registered 

WinRAR is a 32-bit / 64-bit Windows version of RAR Archiver, the powerful archiver and archive manager. WinRAR's main features are very strong general and multimedia compression, solid compression, archive protection from damage, processing of ZIP and other non-RAR archives, scanning archives for viruses, programmable self-extracting archives(SFX), authenticity verification, NTFS and Unicode support, strong AES encryption, support of multivolume archives, command line and graphical interface, drag-and-drop facility, wizard interface, theme support, folder tree panel, multithread support and Windows x64 shell integration. WinRAR provides complete support for RAR and ZIP archives and is able to unpack and convert CAB, ARJ, LZH, TAR, GZ, ACE, UUE, BZ2, JAR, ISO, Z, 7-Zip archives. WinRAR is available in over 40 languages.

Latest Internet Download Manager Registration ( IDM with Registration) IDM BOSS


Internet Download Manager is a full-featured package that handles downloading tasks with aplomb. It conveniently integrates into your browser, even if you use Mozilla or Opera.
It automatically sorts incoming files by file type and puts them in the appropriate folder. Most importantly, it supercharges download speeds (it doubled ours). Its windowed interface is clean and easy to understand. Power users can take advantage of the command line interface to resume file transfers, schedule downloads, connect through dial-up, or log on to password-protected sites. Experienced users also can limit the number of connections, the download speeds for specific sites, and even create an exception list to block specific, user-defined sites.

Advanced System Optimizer 3.5

Advanced System Optimizer, a multi-functional system performance and optimization suite for Windows. This collection of tools lets you supercharge your PC's performance, enhance its security, tweak and optimize its settings, and customize and personalize your screens. Registry Cleaner makes your system more stable by cleaning out the bad Registry entries that build up each time you install and uninstall software.

Adobe page Maker Latest Registred

Adobe PageMaker software is the ideal page layout program for business, education, and small- and home-office professionals who want to create high-quality publications such as brochures and newsletters. Get started quickly with templates, graphics, and intuitive design tools; work productively across Adobe applications; and easily leverage existing content to create customized communications.

Wedding Album Maker Gold Latest Version

Wedding Album Maker Gold is an intuitive way to create custom slideshows and save them in a variety of formats. Although it's not the most sophisticated program we've ever seen, it's easy to use, and is a good choice for users that aren't too picky.

অবৈধ উপার্জন , হালাল রুজি ও কিছু কথা

মানুষ যে কারণ গুলোর কারণে জাহান্নামে যাবে এর মধ্যে অন্যতম দুইটা কারণ হচ্ছে

১) নারী
২) অবৈধ উপার্জন ।

ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হালাল রুজি, আর অবৈধ উপার্জন দিয়ে নিশ্চয়ই হালাল রুজি সম্ভব না।
সাহাবায়ে কেরামগন যাদের উপার্জন হালাল হবার ব্যাপারে সন্দিহান ছিলেন তাদের জন্য দু’আ করতেও অসম্মতি জানাতেন।

Saturday, October 25, 2014

শর্টকাট ভাইরাস থেকে খুব সহজেই স্থায়ী মুক্তি পেতে চাইলে যা কিছু করবেন আপনি


                                                                            হঠাৎ করে দেখলেন কম্পিউটার শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে। বারবার ডিলিট করেও এ থেকে মুক্তি মিলছে না। হুটহাট অনেক ফাইল-ফোল্ডার হারিয়েও যাচ্ছে। ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পড়ছেন। এটি কোনো ভাইরাস নয়। এ হলো VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট)। এ যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন।

CMD ব্যবহার করে
১. ওপেন CMD (Command Prompt – DOS)
২. নিচের কমান্ডটি হুবহু লিখুন
attrib -h -s -r -a /s /d Name_drive:*.*
এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d c:*.*
৩. এন্টার বাটন চাপুন
৪. এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে। এবার ওই ফাইল ও ফোল্ডারগুলো ডিলিট করে দিন।
.bat ব্যবহার করে
Bat ফাইল হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়।
১. নোটপ্যাড ওপেন করুন।
২. নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন
@echo off
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
attrib -h -s -r -a /s /d Name_Drive:*.*
@echo complete.
৩. এবার Name_Drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।
৪. removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
৫. এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।
৬. এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে। এখন সব ডিলিট করে দিন।
এছাড়া নিচের কৌশলও নিতে পারেন
আক্রান্ত পেনড্রাইভ থেকে বাঁচতে
১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে
১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
ব্যাস, আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ঢুকবে না।

Friday, October 24, 2014

Revo Uninstaller Pro

Revo Uninstaller is a much faster and more powerful alternative to "Windows Programs and Features (Add or Remove Programs)" applet! It has very powerful features to uninstall and remove programs.

Advance System Care Pro 7

Advanced SystemCare 7 greatly enhances registry fix and vulnerability fix with a much higher scanning speed and much deeper scanning comparing to industry peer products. In IObit’s tests, the scanning speed has been enhanced up to 100% faster, and 50% more registries and problems have been detected and solved. What’s more, Advanced SystemCare 7 provides brand new Real-time Protector to protect PC against spyware and other malware in real time with its light yet powerful monitor in the background.

This utility software product is the best among others due the fact that is realy speeding up your computer besides the other build in features like registry cleaner defragmenter and tune up service.

আসুন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সুস্থ সু্ন্দর জীবন গড়ি ...( একটা ছোট্ট হিসাব )

একজন সুস্থ মানুষের সুস্থ থাকার জন্য সপ্তাহে কমপক্ষে ৩ থেকে ৪ দিন
৩০ থেকে ৪০ মিনিট হাঁটা উচিত !!!!
আসুন এবার একটা হিসাব কষি ...

Saturday, January 18, 2014

টোটাল ফটোশপ শিখুন । ফটোশপের বস হয়ে যান

শিরোনাম দেখেই কেউ বিরক্তিতে মুখ কুচকায়েন না। এটা কোন কোচিংয়ের বিজ্ঞাপন না। ;) ব্লগে প্রতিদিন অনেক বিজ্ঞাপন দেখি- অমুক শিখেন, তমুক শিখেন, %ছাড়ে শিখানো হয় ইত্যাদি। এগুলো দেখতে দেখতে বিরক্তি আসাই স্বাভাবিক। :-<

ফটোশপের প্রতি আমার আগ্রহ অনেক আগে থেকেই। কিন্তু কোন প্রতিষ্ঠানে যেয়ে শেখার ফুসরত মেলেনি।

Friday, January 17, 2014

Episode 2: IELTS কোর্স – স্পিকিং অংশ নিয়ে একটুখানি

আইইএলটিএস কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে স্পিকিং সেকশনটি কিভাবে উত্তর দিবেন, কিভাবে প্রস্তুতি নিবেন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটির নিচে ডাউনলোড এর লিংক ও দেওয়া আছে। নেট স্পিড স্লো হলে অথবা ভবিষ্যতে কাজে লাগবে মনে হলে নিজের হার্ডডিস্ক এ সেভ করে রেখে দিন।
  (ভিডিও টা তৈরি করেছেন রায়হান চৌধুরী ভাইয়া ,স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি )

Episode 1: আই ই এল টি এস নিয়ে প্রাথমিক ধারণা

আই ই এল টি এস নিয়ে প্রাথমিক ধারণা । ঘরে বসে নিজেকে তৈরি করে নিন একদম পারফেক্ট ।

আইইএলটিএস কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পরীক্ষাটির চারটি সেকশন নিয়ে আলোচনা করব। প্রয়োজনীয় কিছু বই এবং ওয়েবসাইটের নামও বলে দেব। আমাদের সব ক্লাস এভাবে ভিডিও আকারে নেওয়া হবে। ভিডিওটির নিচে ডাউনলোড এর লিংক ও দেওয়া আছে।

একটা ভিডিও ডাউনলোড করে দেখতে পারেন , কাজের কিনা । আমার বিশ্বাস অত্যান্ত উপকৃত হবেন । আর দেরি না করে ডাউন লোড করূন ।

https://docs.google.com/file/d/0B2RnzlhdXkoTck1fVjlKaDJQWFE/edit

 (ভিডিও টা তৈরি করেছেন রায়হান চৌধুরী ভাইয়া ,স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি )

এক লেখাতেই IELTS এর খুটিঁনাটি সব জানুন

 
আইইএলটিএস' হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষতার সনদ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। IELTS (The International English Language Testing System)। যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের অনেক দেশে উচ্চশিক্ষা কিংবা ভিসার আবেদন করতে ভালো আইইএলটিএস স্কোর থাকতে হয়। আইইএলটিএস পরীক্ষাপদ্ধতি দুই ধরনের, ‘একাডেমিক’ ও ‘জেনারেল’। উচ্চশিক্ষায় বিদেশে যেতে ইচ্ছুক পরীক্ষার্থীদের ‘একাডেমিক আইইএলটিএস’ টেস্টে অংশ নিতে হয়।

High Voltage Engineering By C. L. Wadhwa
















High Voltage Engineering has been written for the undergraduate students in Electrical Engineering of Indian and foreign universities as well as the practising engineers. It deals in mechanism of breakdown of insulating materials, generation and measurement of high A.C., D.C., impulse voltages and currents. High voltage testing of some of the electrical equipments e.g. insulators, cables, transformers as per standard specifications has been explained. Various methods of non destructive testing which yield information regarding life expectancy and the long term stability or otherwise of the insulating materials have been discussed. The book takes a view of various types of transients in power system and suggests classical and more modern statistical methods of co-ordinating the insulation requirements of the system. A suitable number of problems have been solved to help understand the theory. At the end, a large number of multiple choice questions have been added to help the students to test themselves. A few photoplates have been added at suitable locations in the book to give a physical feel of various equipments in a well equipped high voltage laboratory. Download free e-book High Voltage Engineering C.L. Wadhwa.
 


Wednesday, January 15, 2014

নামিয়ে নিতে পারেন বাংলাদেশের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর বই সমূহ

বাংলাদেশের ২০১৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর বই সমূহ অনলাইন থেকে ডাউনলোড করে নেয়ার সরাসরি লিংক ।



সম্প্রতি ২০১৪ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা শেষ করেছে বাংলাদেশ সরকার। তবে এসকল বই আপনি চাইলে অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন।

বর্তমানে আমাদের দেশ বিভিন্ন দিক দিয়ে ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। সরকারি বেসরকারি নানান কাজ এখন অনলাইনেই সেরে নেয়া যাচ্ছে। বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের আগে নির্বাচনী ইশতেহারে প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়। সেই ধারাবাহিকতায় এবার দেশের সকল শ্রেণীর বই সমূহ অনলাইন থেকে ডাউনলোড করে নেয়ার ব্যবস্থা সংযুক্ত হল। এতে করে ছাত্ররা অনলাইনেই নিজেদের পাঠ সেরে নিতে পারবেন।
ডিজিটাল এই প্রযুক্তির ফলে যদি কোন ছাত্র ছাত্রী কোথাও বেড়াতে যায় এবং বই সাথে করে না নেয় তাতে তার পড়াশোনার কোন প্রতিবন্ধকতা তৈরি হবেনা কারণ বাসায় যদি থাকে ইন্টারনেট সংযোগ তবে খব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করে নিজ নিজ শ্রেণীর বই পড়তে পারবে শিক্ষার্থীরা।
আর বেশি দিন নেই যে দিন আমাদের দেশের শিক্ষার্থীরা নিজ নিজ ল্যাপটপ থেকে সরাসরি অনলাইনেই পড়ালেখা সেরে নিতে পারবে, ইতোমধ্যে আমাদের দেশের সরকার প্রধান শিশুদের বিনামূল্যে বই বিতরণের দিন বলেছেন খুব শীগ্রই শিশুদের জন্য বই দেয়ার বদলে নেটবুক সরবরাহের ব্যবস্থা করা হবে এবং শিক্ষার্থীরা নেটবুকেই পড়াশুনা করবে।
সম্প্রতি জাতীয় শিক্ষা অধিদপ্তর জাতীয় পাঠ্য পুস্তক বোর্ড (এনসিটিবি) এর ওয়েব সাইটে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সব বই সরাসরি ডাউনলোড করে নেয়ার ব্যবস্থা সংযুক্ত করেছে। আপনি চাইলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সকল বই সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তবে চলুন আর দেরি কেন একে একে আপনার প্রয়োজনীয় শ্রেণীর বই সমূহ ডাউনলোড করে নিন।

প্রথম শ্রেণী
দ্বিতীয় শ্রেণী
তৃতীয় শ্রেণী
চতুর্থ শ্রেণী
পঞ্চম শ্রেণী
ষষ্ঠ শ্রেণী
সপ্তম শ্রেণী
অষ্টম শ্রেণী